বাংলা মিডিয়াম এবং USA Admission

“এসব আমেরিকা পড়তে যাওয়া লাগবেনা, অনেক টাকা লাগবে”- প্রথম যখন আমি আমার বাবাকে আমেরিকায় পড়তে যাওয়ার কথা বলি আমার বাবা আমাকে এটাই বলেছিলো। প্রথমে আমার ধারণা টাও এমনি ছিলো। এর সাথে আর অনেক অনেক মিথে বিশ্বাস করেছি। এই মিথগুলো ছাড়াও বাংলা মিডিয়াম আর ঢাকার বাইরের একজন শিক্ষার্থী হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি।