The Right Way to Ask for Help
“এসব আমেরিকা পড়তে যাওয়া লাগবেনা, অনেক টাকা লাগবে”- প্রথম যখন আমি আমার বাবাকে আমেরিকায় পড়তে যাওয়ার কথা বলি আমার বাবা আমাকে এটাই বলেছিলো। প্রথমে আমার ধারণা টাও এমনি ছিলো। এর সাথে আর অনেক অনেক মিথে বিশ্বাস করেছি। এই মিথগুলো ছাড়াও বাংলা মিডিয়াম আর ঢাকার বাইরের একজন শিক্ষার্থী হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি।(বাংলা মিডিয়াম বলতে আমি এখানে NCTB Curriculum এর বাংলা ভার্সনকে বোঝাচ্ছি। ) আমার মতো বাংলা মিডিয়াম আর ঢাকার বাইরের একজন শিক্ষার্থী হিসেবে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় বা হয় তা নিয়েই লিখবো।
মা-বাবাকে বোঝানো
আমেরিকায় পড়তে যাওয়ার জন্য মা বাবা কে বোঝানোর কাজ টা হয়তো সবচেয়ে কঠিন কাজ। যেহেতু, বাংলা মিডিয়াম আর ঢাকার বাইরে থেকে আমেরিকা বা বাইরের দেশে আন্ডার গ্র্যাডুয়েট লেভেলে পড়তে যায়না তাই মা বাবাদের ওভাবে ধারনা থাকেনা। তাছাড়া আমেরিকান কালচার নিয়েও তাদের একটা ভয় থাকার কারণে তারা মনে করে “বাচ্চা মনে হয় গোল্লায় যাবে”। তবে আমরা যদি মা বাবাকে বোঝানোর এই স্তর টা পার করতে পারি, তাইলে বলা যায় কাজ অনেক খানিই হয়ে গেছে।
Counselor, এবং Letter of Recommendations
NCTB কারিকুলামের সবচেয়ে বড় সমস্যা হল এখানে Counselor বলতে কেউ থাকেনা আর এ কারণে এই Term এর সাথে কেউ পরিচিতোও না, তাই আমরা যখন এপ্লাই করতে যাই এই জায়গাটাতে এসে আমাদের অনেক কষ্ট করতে হয় যেহেতু একজন Counselor এর দায়িত্ব থাকে অনেক। তাছাড়া Letter of Recommendations এগুলো জোগাড় করতেও অনেক কষ্ট করতে হয়। কারণ NCTB কারিকুলামে একটা ক্লাসে/স্কুলে শিক্ষার্থী সংখ্যা থাকে অনেক। তাই শিক্ষকের সাথে ওরকম সখ্যতা খুব কম মানুষের গড়ে ওঠে। এছাড়াও শিক্ষকরা LOR লেখার নিয়ম গুলোও জানেনা। এজন্য অনেক অনেক প্যারাতেই পড়তে হয়।
Transcripts
আমাদের স্কুলগুলোতে দেখা যায় এটা Result Card কিংবা Report Card নামে পরিচিত। আর প্রতিটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে এটা দেয়া হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে লেখাগুলো থাকে বাংলায়। সেইজন্য এপ্লাই করার সময় আবার নতুন করে বানিয়ে নিতে হয় স্কুল থেকে। তাছাড়া আমাদের NCTB কারিকুলাম আমেরিকাতে ওভাবে পরিচিত না হওয়ায় এটাকে বোঝাতে হয়। চতুর্থ বিষয় নিয়ে তো ক্যাচালই লেগে যায়। জিপিএ ৫.০০ এ আমাদের evoulation হওয়ায়ও ওদের সাথে গণ্ডগোল লাগে। তখ মন টা চায় বলতে “I am not GPA 5”
Financial Documents
দেখা যায় যে আমাদের মায়ে এরদের মধ্যে অনেকেই গৃহিণী বা চাকরি করলেও তাদের আয়টা TAXএর আওতায় থাকেনা, তাই CSS সাবমিট করার সময় এটা সেখানে উল্লেখ করতে ভালোই সমস্যা হয়। এছাড়াও বাবাকে যখন গিয়ে বলবা,” তোমার সব সম্পত্তি টাকা পয়সার হিসাব আমাকে দাও ” তখন যেভাবে তোমার দিকে তাকাবে ভাইরে ভাই! এই জায়গায় অর্থাৎ Financial Document সংগ্রহ করতে গিয়ে একটু প্যারা খেতে হয়। এছাড়াও Bank Statement অথবা University এর দেয়া কোন Financial Document এ ব্যাংকে সাইন করাতে নিয়ে গেলে কিছু ব্যাংক এমন কাহিনী করে!
এই জায়গায় এসে বহুত কষ্ট হইছে।
SAT এবং IELTS
SAT একটা বিভীষিকা। SAT এর math এর সেকশন অনেক সোজা হয়, আমাদের ক্লাস 6-7 এ করা math। কিন্তু Reading সেকশনে গিয়ে মনে হবে থাক ভাই আমি বাংলাদেশের admission এর জন্য পড়ি। এর কারণ হলো SAT এর Reading আর Writing পার্ট এর মতো করে আমাদের স্কুল কলেজ গুলোতে পড়ানো হয়না। একই কথা IELTS এর জন্যও প্রযোজ্য। এই পরীক্ষা গুলো যেভাবে নেয়া সেভাবে আমরা ইংরেজি পড়িই না। আমরা খালি ওই Advance Grammar Book থেকে কয়টা নিয়ম মুখস্ত করি আর কিছু প্যারাগ্রাফ মুখস্ত করি। এগুলো করে পরীক্ষার হলে গিয়ে লিখে আসি। তাই ইংরেজির বেসিক ভালোনা হলে এই জায়গায় এসে সবচেয়ে বেশি সমস্যা হয়।
Essay Writing
আমরা আসলে Essay Writing বলতে যা বুঝি আসলে তা কিছুই না। আমেরিকায় admission এর সবচেয়ে বড় আর দরকারি পার্ট হলো এটা আর সবচেয়ে বড় ধরাটা আমরা এখানেই খাই। তোমাকে ওরা তোমার Hobby নিয়ে লিখতে বললেই তুমি মুখস্ত করা “My hobby is gardeining” লিখে আসতে পারবানা। তোমার এই essay তোমাকে বর্ননা করে, তুমি কে সেটা তাদেরকে বোঝায়। তাই এখানে সবগল্প অনন্য সাধারণ হতে হয়। এইজন্যই NCTB কারিকুলামের হয়ে আমি সবচেয়ে বেশি সমস্যা এখানেই পেয়েছি।
কি! ভয় পেলে এটা পড়ে? জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবে। তাই বলে থেমে থাকা যাবেনা। এগুলো পার করেই আমেরিকাতে এপ্লাই করতে হবে। প্রতি বছর অনেক অনেক মানুষ করছে। কারণ স্বপ্ন দেখেতে হবে বড়। আর সাহায্য লাগলে তো DP TUTORIALS আছেই!
Add Your Heading Text Here
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.