ওয়ার্ল্ড র্যাংকিং-এ ৮০তম বিশ্ববিদ্যালয়টি কেন র্যাংকিং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল?
সুইজারল্যান্ডের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ জুরিখ সম্প্রতি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। গত ১৩ মার্চ, ২০২৪ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের র্যাংকিং-এ এই বিশ্ববিদ্যালয় ৮০তম অবস্থানে ছিল। র্যাংকিং-এ ওপরের অবস্থানে থাকার জন্য যত বেশি পারা যায়, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে রিসার্চ পেপার প্রকাশের দিকে জোর দিতে হয়। এতে দেখা যায় গবেষণাপত্রের সংখ্যা বেশি হলেও কোয়ালিটি বা মান নিশ্চিত করা যায় না, গবেষণার মূল প্রিন্সিপালকেই বিসর্জন দেয়া হয়। দিনশেষে গবেষণার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। এটা একটা রেসের মতো— যেখানে ইউনিভার্সিটি একটা মুনাফা অর্জনকারী মেশিনের মতো কাজ করে, যার লক্ষ্য থাকে ক্লায়েন্টদের আকর্ষণ করে ফান্ড কালেক্ট করা। তাই গবেষণায় স্বচ্ছতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নেই জুরিখ বিশ্ববিদ্যালয় র্যাংকিং থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ তারা THE (Times Higher Education)-কে আর কোনোরকম ডেটা প্রেরণ করবে না, যেখান থেকে র্যাংকিং নির্ধারণ করা যায়। গত বছর নেদারল্যান্ডের ঐতিহ্যবাহী আটরেচট ইউনিভার্সিটি (Utrecht University) একই সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে স্কোর ও কম্পিটিশনে বেশি ফোকাস না দিয়ে প্রকৃত শিক্ষার মান নিশ্চিত করা যায়।
বিদেশে আবেদনের ক্ষেত্রে তাহলে কি শিক্ষার্থীদের র্যাংকিং বিবেচনা করা উচিত?
বিশ্ববিদ্যালয় র্যাংকিং যে একেবারে ফেলনা, তা বলা যাবেনা। এটা দ্বারা বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক সুনাম, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সুনাম, ছাত্র-শিক্ষক অনুপাত, শিক্ষকপ্রতি সাইটেশন সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক-ছাত্র সংখ্যার মতো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সম্পর্কে জানা যায়। তাই বিশ্ববিদ্যালয় সিলেকশনের একটি ধাপ হতে পারে র্যাংকিং, কিন্তু এটিকেই একমাত্র মাপকাঠি ধরে নিলে বিপদ! কারণ অনেক ভালো বিশ্ববিদ্যালয় র্যাংকিং পদ্ধতি থেকে বের হয়ে আসার পাশাপাশি এটার গুরুত্বও কমেছে। তাই কলেজ লিস্ট তৈরি করার জন্য দরকার পরিপূর্ণ কলেজ রিসার্চের। আপনি কিভাবে, কোন ফ্যাক্টরগুলো বিবেচনা করে কলেজ লিস্ট তৈরি করবেন সেটি আপনার ব্যক্তিগত বিষয়। তবে র্যাংকিং, কলেজের অবস্থান, পছন্দের মেজর, আপনার EFC (Expected Family Contribution), কলেজ কতটুকু স্কলারশিপ ও ফিনান্সিয়াল এইড দেয়, অ্যালামনাই নেটওয়ার্ক, জব প্লেসমেন্ট ইত্যাদি বিষয়কে মাথায় রেখে কলেজ লিস্ট করতে হয়। এর জন্য প্রয়োজন সময়, পর্যাপ্ত জ্ঞান ও গাইডেন্স। বিস্তারিত জানার জন্য BBB (Bangladeshis Beyond Border) ফেসবুক গ্রুপ ও DP Tutorials-এর ওয়েবসাইটে চোখ রাখুন।
Reference:
- Swissinfo.Ch. (2024, March 18). University of Zurich withdraws from international university ranking. SWI swissinfo.ch. https://www.swissinfo.ch/eng/education/university-of-zurich-quits-international-university-ranking/73693006
- Utrecht University not participating in THE ranking anymore | DUB. (n.d.). https://dub.uu.nl/en/news/utrecht-university-not-participating-ranking-anymore
- How to Make a College List. (n.d.). U.S.News. https://www.usnews.com/education/best-colleges/articles/how-to-make-a-college-list